জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics
Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics
জীবন চলার পথে ওগো বন্ধু
Jibon Chalar Pothe Ogo Bondhu
কথা,সুর ও শিল্পী: ইব্রাহীম
জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics
জীবন চলার পথে ওগো বন্ধু,
তোমাকে করেছিলাম সাথী।।
সুখে দুঃখে হাসি আর কান্নায়।।
জীবন ছিল মাখামাখি
তোমাকে করেছিলাম সাথী।
জীবন চলার পথে ওগো বন্ধু,
তোমাকে করেছিলাম সাথী।
আজ তুমি কাছে নেই,
আছ কোন্ সুদূরে,
তোমাকে হারায়ে শুধু,
ভাসি আঁখি নীরে।।
কান্না ভরা মন,
মানে না বারণ।।
জেগে কাটাই সারারাতি
তোমাকে করেছিলাম সাথী।
জীবন চলার পথে ওগো বন্ধু,
তোমাকে করেছিলাম সাথী।
নিশিদিন তোমার ছবি
ভাসে দুই নয়নে,
বাতাসে সুরভি ঢেলে,
বলে কানে কানে।।
সইতে হবে গো,
ক্ষনিকের জ্বালা।।
হাসি কান্নায় মিশে থাকি
তোমাকে করেছিলাম সাথী।
জীবন চলার পথে ওগো বন্ধু
তোমাকে করেছিলাম সাথী।
সুখে দুঃখে হাসি আর কান্নায়।।
জীবন ছিল মাখামাখি;
তোমাকে করেছিলাম সাথী।
জীবন চলার পথে ওগো বন্ধু,
তোমাকে করেছিলাম সাথী।
Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics
Jibon cholar pothe ogo bondhu,
Tomake korechhilam sathi..
Sukhe dukkhe hasi ar kannay..
Jibon chhilo makhamakhi
Tomake korechhilam sathi.
Jibon cholar pothe ogo bondhu,
Tomake korechhilam sathi.
Aaj tumi kachhe nei,
Acho kon sudure,
Tomake haraye shudhu,
Bhasi ankhi nire..
Kanna bhora mon,
Mane na baron..
Jege katai sararati
Tomake korechhilam sathi.
Jibon cholar pothe ogo bondhu,
Tomake korechhilam sathi.
Nishidin tomar chhobi
Bhase dui noyone,
Batase surabhi dhele,
Bole kane kane..
Soite hobe go,
Khoniker jala..
Hasi kannay mishe thaki
Tomake korechhilam sathi.
Jibon cholar pothe ogo bondhu
Tomake korechhilam sathi.
Sukhe dukkhe hasi ar Kannai..
Jibon chhilo makhamakhi;
Tomake korechhilam sathi.
Jibon cholar pothe ogo bondhu,
Tomake korechhilam sathi.
গানের মৌলিক তথ্য
গানের শিরোনাম: জীবন চলার পথে ওগো বন্ধু (Jibon Chalar Pothe Ogo Bondhu)
শিল্পী: ইব্রাহীম
কথা: ইব্রাহীম
সুর: ইব্রাহীম
জীবন চলার পথে ওগো বন্ধু লিরিক্স (Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics) – ইব্রাহীম
“জীবন চলার পথে ওগো বন্ধু” একটি কালজয়ী ও শ্রোতাপ্রিয় বাংলা গান। এই গানটির অনন্যতা হলো এর কথা, সুর এবং কণ্ঠ—এই তিনটি ভূমিকাই পালন করেছেন শিল্পী ইব্রাহীম। গানটি মূলত জীবনের পথে একজন প্রিয় সাথী বা বন্ধুকে খুঁজে পাওয়া এবং পরবর্তীতে তাকে হারানোর গভীর বেদনা ও স্মৃতিচারণকে কেন্দ্র করে লেখা।
গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে সেই বন্ধুর সাথে কাটানো সুখ-দুঃখের মুহূর্তগুলোর কথা (“সুখে দুঃখে হাসি আর কান্নায় জীবন ছিল মাখামাখি”)। কিন্তু সেই বন্ধু যখন আর পাশে থাকে না (“আজ তুমি কাছে নেই, আছ কোন্ সুদূরে”), তখন একাকীত্বের যে যন্ত্রণা (“তোমাকে হারায়ে শুধু, ভাসি আঁখি নীরে”), তা-ই এই গানের মূল উপজীব্য।
যাঁরা “Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics” বা “জীবন চলার পথে ওগো বন্ধু লিরিক্স” খুঁজে থাকেন, তাঁরা খুব সহজেই এই গানের মাধ্যমে নিজেদের আবেগঘন মুহূর্তগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারেন। নিচে সম্পূর্ণ লিরিক্সটি (বাংলা ও রোমান) দেওয়া হলো।
সচরাচর জিজ্ঞাস্য (FAQs)
প্রশ্ন ১: “জীবন চলার পথে ওগো বন্ধু” গানটির শিল্পী কে? উত্তর: এই গানটির শিল্পী হলেন ইব্রাহীম।
প্রশ্ন ২: গানটির গীতিকার ও সুরকার কে? উত্তর: গানটির কথা (গীতিকার) এবং সুর (সুরকার) উভয়ই শিল্পী ইব্রাহীম।
প্রশ্ন ৩: গানটির মূলভাব কী? উত্তর: গানটি মূলত জীবনের পথে কোনো প্রিয় বন্ধু বা সাথীকে হারানোর বেদনা এবং তার সাথে কাটানো অতীতের সুখ-দুঃখের স্মৃতিচারণ নিয়ে।
