গিরি! প্রাণগৌরী আন আমার Lyrics | Giri! PranGouri Ano Amar Lyrics | আগমনী গান

গিরি! প্রাণগৌরী আন আমার Lyrics

Giri! PranGouri Ano Amar Lyrics

আগমনী গান || স্বামী সামপ্রিয়ানন্দ
(আগমনী সঙ্গীত। কেদারা – একতাল)


গিরি! প্রাণগৌরী আন আমার Lyrics



গিরি! প্রাণগৌরী আন আমার ॥
উমা বিধুমুখ , না দেখি বারেক, এ ঘর লাগে অন্ধকার ॥
আজি কালি করি দিবস যাবে, প্রাণের উমারে আনিবে কবে |
প্রতিদিন কিহে আমারে ভুলাবে , একি তব অবিচার ॥
সোনার মৈনাক ডুবিল নীরে, যে শোকে রয়েছি পরাণ ধরে
ধিক হে আমারে, ধিক হে তোমারে, জীবনে কি সাধ আর
কমলাকান্ত কহে নিতান্ত, কেন্দো নাকো রাণী হও গো শান্ত
কে পাইবে তোমার উমার অন্ত , তুমি কি ভাব অসার ॥
— কমলাকান্ত চক্রবর্তী।

Giri! PranGouri Ano Amar Lyrics



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *