গিরি! প্রাণগৌরী আন আমার Lyrics
Giri! PranGouri Ano Amar Lyrics
আগমনী গান || স্বামী সামপ্রিয়ানন্দ
(আগমনী সঙ্গীত। কেদারা – একতাল)
গিরি! প্রাণগৌরী আন আমার Lyrics
গিরি! প্রাণগৌরী আন আমার ॥
উমা বিধুমুখ , না দেখি বারেক, এ ঘর লাগে অন্ধকার ॥
আজি কালি করি দিবস যাবে, প্রাণের উমারে আনিবে কবে |
প্রতিদিন কিহে আমারে ভুলাবে , একি তব অবিচার ॥
সোনার মৈনাক ডুবিল নীরে, যে শোকে রয়েছি পরাণ ধরে
ধিক হে আমারে, ধিক হে তোমারে, জীবনে কি সাধ আর
কমলাকান্ত কহে নিতান্ত, কেন্দো নাকো রাণী হও গো শান্ত
কে পাইবে তোমার উমার অন্ত , তুমি কি ভাব অসার ॥
— কমলাকান্ত চক্রবর্তী।