আমার উমা এলো বলে Lyrics | Amar Uma Elo Bole Lyrics

আমার উমা এলো বলে Lyrics

Amar Uma Elo Bole Lyrics

আমার উমা এলো বলে, রাণী এল্যোকেশে ধায়
আগমনী গান
দুর্গা পূজার গান

কমলাকান্ত ভট্টাচার্য

 

আমার উমা এলো বলে Lyrics



আমার উমা এলো বলে, রাণী এল্যোকেশে ধায়
আমার উমা এলো বলে, রাণী এল্যোকেশে ধায়। যত নগরনাগরী,
সারি সারি সারি, দৌড়ি গৌরী-মুখপানে চায়॥


কারু পূর্ণ কলসী কক্ষে, কারু শিশু বালক বক্ষে; কার আধ
শিরসি বেণী, কার আধ অলকা শ্রেণী; বলে চল চল চল, অচল-তনয়া
হেরি ওমা! দৌড়ে আয়॥


আসি নগর-প্রান্তভাগে, তনু পুলকিত অনুরাগে; কেহ চন্দ্রানন
হেরি, দ্রুত চুম্বে অধর-বারি; তখন গৌরী কোলে করি, গিরিনারী,
প্রেমানন্দে তনু ভেসে যায়॥


কত যন্ত্র মধুর বাজে, সুর-কিন্নরীগণ সাজে; কেহ নাচত কত
রঙ্গে, গিরিপুর-সহচরী-সঙ্গে; আজু কমলাকান্ত, গো! হেরি নিতান্ত,
মগ্ন দুটি রাঙাপায়।


1 thought on “আমার উমা এলো বলে Lyrics | Amar Uma Elo Bole Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *