আমার দুগ্গা Lyrics | Aamaar Dugga Lyrics | দুর্গা পূজার গান | Monali Thakur
Song – Aamaar Dugga
Artist – Monali Thakur
Lyrics – Anindya Chattopadhyay
Music Producer – Keshav Tyohar
Composer – Monali Thakur
Mixed by – Hanish Taneja
Mastered By – Hanish Taneja
Guitar – Swastik Shubham
আগমনী গান
দুর্গা পূজার গান
আমার দুগ্গা Lyrics
ঘাসে ঘাসে কে যে আসে
হাসে হাসে মন আকাশে
সাদা সাদা মেঘের পরে
গৌরি এলো নিজের ঘরে
আল্পনায় আলতা পায়ে কে গান
শোনো বুঝিয়া আদরে ঢেকে
আমার দুগ্গা দুগ্গা মা দুগ্গা দুগ্গা
আমার দুগ্গা দুগ্গা মা দুগ্গা দুগ্গা
আমার দুগ্গা দুগ্গা মা দুগ্গা দুগ্গা
আমার দুগ্গা দুগ্গা মা দুর্গা দুগ্গা
কাশের ফুল শুনে ঢাকের আগমনে
তোমার ডাকের সাজে মাগো
এই আয়োজন এত আপন
নতুন কিশোর বাজে
কাশের ফুলে শুনি ঢাকের আগমনি
তোমার ডাকে সাজে মাগো
এই আয়োজন এত আপন
নতুন সুর বাজে
রাত জাগালো রে রথে জাগবে
পাখি গাঞ্জে তোমার পথে
আমার দুর্গা দুগ্গা মা দুর্গা দুগ্গা
আমার দুগ্গা দুগ্গা মা দুর্গা দুগ্গা
আমার দুগ্গা দুগ্গা মা দুর্গা দুগ্গা
আমার দুগ্গা দুগ্গা মা দুর্গা দুগ্গা
দশমী সিঁদুর খেলা
কেন বিদায় বেলা
ঘুমে ঘুমে ডাকো মাগো
চোখ ঝলঝল আলো ঝলমল
বুকের ভেতর থাকো
দশমী সিঁদুর খেলা
কেন বিদায় বেলা
ঘুমে ঘুমে ডাকো মাগো
চোখ ঝলঝল আলো ঝলমল
বুকের ভেতর থাকো
এ হৃদয় দু চোখের আলো
চলে যেতে যেতে এসে কাঁদালো
আমার দুর্গা দুগ্গা মা দুগ্গা দুগ্গা
আমার দুগ্গা দুগ্গা মা দুর্গা দুগ্গা
আমার দুর্গা দুগ্গা মা দুর্গা দুগ্গা
আমার দুর্গা দুগ্গা মা দুর্গা দুর্গা