Chhoto Shohorer Gaan Lyrics | ছোট শহরের গান Lyrics

Chhoto Shohorer Gaan Lyrics

ছোট শহরের গান Lyrics

 

ছোট শহরের গান Lyrics

 

যে জানলায় রোদ আসে
ছড়িয়ে যায় আমার কোলে
যে জানলায় ট্রেন আসে
তোমার ঘুম থেকে আমায় তোলে।

যে জানলায় রোদ আসে
ছড়িয়ে যায় আমার কোলে
যে জানলায় ট্রেন আসে
তোমার ঘুম থেকে আমায় তোলে।

আমার পাতা থেকে ঝরে পড়ে
কথার ছুরি, কাঁটা-চামচ
কতটা কালো হলে অন্ধকার
কতটা সাদা হলে কাগজ।

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।

আরো এগিয়ে আসতে দাও
নিতে দাও আমার বুকে
একটু শুয়ে থাকতে দাও
ঘুম-পাড়ানি এই বন্ধুকে
এখানে ফাঁকি দিতে ভালো লাগে
ফাঁকিতে বাকি থাকি আমি
গড়িয়ে চলে যাবো ট্রাকের নিচে
যদি না একদিন থামি

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।

বহুদিন ধরে
ছেড়ে চলে যাবো ভাবি,
ছোট শহরের গানে
বোকা স্বপ্নের দাবি।

 

Chhoto Shohorer Gaan Lyrics

Movie: Black Coffee
Starring: Saswata Chatterjee, Paoli Dam, Koyel Dhar, Badsha Mitra & Others
Director:Atanu Bose
Song: Chhoto Shohorer Gaan
Singer: Anupam Roy
Lyrics: Anupam Roy
Composer: Anupam Roy
Arranged & Programmed by Nabarun Bose
Guitars: Rishabh Ray
Additional vocals: Tapasi Bhattacharya
Music & Lyrics: Anupam Roy
All songs recorded at Sonic Solution, Kolkata
Recording engineer: Subhranil Bose, Srirup Chatterjee
Mixed & mastered by: Srirup Chatterjee
Original background score by Anupam Roy
First assistant (key programmer) – Shamik Chakraborty
Guitar, harmonica – Prabuddha Banerjee
Electric guitar – Rishabh Ray
Flute – Sushanta Nandi
Additional programming – Nabarun Bose
Special thanks to Amit Chatterjee
Music on SVF Music.

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *