খোলা জানালা | Khola Janala Song Lyrics | Tahsin Ahmed

Khola Janala Song Lyrics In Bengali :
Artist: Tahsin Ahmed Album: Khola Janala Released: 2011 Genre: Vocal/Easy Listening
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে,
কখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে।
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়,
তুমি এসে বলে দাও আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়।
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।
অনেক পথের পথিক আমি
ক্লান্তি সর্বশেষ,
তোমার পথের ঠিকানা খুঁজে
আমি আজ অবশেষ।
তুমি আমার প্রথম ও শেষ
জীবনের ভালোবাসা,
তোমার মাঝে তাইতো আমার
জীবনের শত আশা..
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।
সাদা আকাশে মেঘের ভেলা
রচে রঙের মেলা,
কখনো কালো, কখনো নীল
কখনো বা ধূসর সাদা।
আমার আকাশ জুড়ে ছিলো
তোমারই রঙের মেলা,
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা।
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে,
তখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে।
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়,
তুমি এসে বলে দাও আছি আমি পাশে
করোনা কিছুতেই ভয়।
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে।

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *