দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি Lyrics | Darale Duyare Mor Ke Tumi Lyrics

দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি Lyrics

Darale Duyare Mor Ke Tumi Lyrics

দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি
Darale Duyare Mor Ke Tumi
Ghazal Song (গজল)
নজরুল গীতি
শিল্পী: অনুপ জালোটা

 

দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি Lyrics


[দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী]-২
গাহিয়া সজল চোখে বেলা-শেষের রাগিণী।
দাঁড়ালে দুয়ারে মোর
মিনতি-ভরা আঁখি কে তুমি ঝড়ের পাখি,
[কি দিয়ে জুড়াই ব্যথা]-২
কেমনে কোথায় রাখি।
[কোন্ প্রিয় নামে ডাকি’ মান ভাঙাব মানিনী]-২
দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী
দাঁড়ালে দুয়ারে মোর
বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বারি ঝরে,
চোখে যদি রাখিতে চাই বুকে ওঠে ব্যথা ভরে।
[যত দেখি তত হায়,পিপাসা বাড়িয়া যায়]-২
[কে তুমি যাদুকরী স্বপন-মরু-চারিণী]-২
দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে বেলা-শেষের রাগিণী।
[দাঁড়ালে দুয়ারে মোর]-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *