না বলো না বলো না Lyrics
Na Bolo Na Bolo Na Lyrics
না বলো না বলো না
Na Bolo Na Bolo Na
ছায়াছবি: সুখের স্বর্গ (১৯৯৩)
সুর: অজয় দাস
কণ্ঠ: বিনোদ রাঠোড়
ও স্বপ্না মুখার্জী
না বলো না বলো না Lyrics
না বলো না বলো না না না না না না
মন দিয়ে মন নিয়ে করো না কোনো বাহানা
হুঁ এখনি অত চেয়ো না,এতটা কাছে এসো না
মন দিলাম মন নিলাম আগে কিছু চেয়ো না
না বলো না।
[বৃষ্টি জীবনে আরো আসবে
এ আকাশ এ মাটি জলে ভাসবে]-২
মেঘে সেতো ঝরবে আবার
জলে সব ভরবে আবার
আসবে কি এমন সময়?
এইটুকু ভেবে দেখো না
যা! এখনি অত চেয়ো না,এতটা কাছে এসো না
মন দিলাম মন নিলাম আগে কিছু চেয়ো না
না বলো না।
[তোমাকে এমন আমি দেখিনি আগে
কী করে বোঝাই বলো কী ভালো লাগে!]-২
দুষ্টুমি কভু ভালো নয়!
ভুলো না তো ওগো মহাশয়!
দেরি কেন সয়না তোমার?
তুমি ছাড়া আমি কারো না!
না বলো না বলো না না না না না না
মন দিয়ে মন নিয়ে করো না কোনো বাহানা
না না এখনি অত চেয়ো না,এতটা কাছে এসো না
মন দিলাম মন নিলাম আগে কিছু চেয়ো না
না বলো না।