আমায় যত দাও হে ব্যথা লিরিক্স
Amay Joto Dau He Byatha Lyrics
Sagor Dewan
Sadhok Aluddin Boyati
আমায় যত দাও হে ব্যথা লিরিক্স
আমায় যত দাও হে ব্যথা
হৃদয়ে রাখিব গাঁথা
একদিন জানি ব্যথার হবে অবসান
প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে
দেহ ছেড়ে চলে যাবে
এই অধমের প্রাণ
বাধিয়া মায়াডোরে
কাঁদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান।।
প্রথম যেদিন হাতে ধরে
বুকে টেনে নিলে মোরে
বলেছিলে হৃদয় মাঝে দিবো স্থান
করে মিথ্যে অভিনয়
পাগল মন করেছ জয়
কেন সাজিলে পাষাণ
বাধিয়া মায়াডোরে
কাঁদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান।।
রাখিয়া তোমার কথা
ছাড়িলাম মাতাপিতা
হৃদয়ে রেখেছি তোমার
প্রেমের বান
কাঁদি দিবসরাতি
মোর বাসরে নাই বাতি
গেল জাতি কুলমান
বাধিয়া মায়াডোরে
কাঁদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান।।
আমায় যত দাও হে ব্যথা
হৃদয়ে রাখিব গাঁথা
একদিন জানি ব্যথার হবে অবসান
একদিন জানি ব্যথার হবে অবসান
একদিন জানি ব্যথার হবে অবসান
Song : এই কি প্রেমের প্রতিদান – Ei ki Premer Protidan
Singer : Sagor Dewan
Lyric & Tune : Sadhok Alauddin Boyati
Bangla Dhol : Sushanto
Guiter : Ashnur Dewan
Flute : Sakibul Hasan Sujon
Mondira : Shohel
Side Vocal : shohel, Am Rahman, Muklesh Dewan
Video : Tarek Dewan
এই কি প্রেমের প্রতিদান – Ei ki Premer Protidan (আরেক ভার্শন)
বাধিয়া মায়া ডোরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বাধিয়া মায়া ডুরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বাধিয়া মায়া ডুরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
প্রথম যেদিন হাতে ধরে বুকে তুলে নিলে মুরে
বলে ছিলে হৃদয় মাঝে দিবে স্থান
প্রথম যেদিন হাতে ধরে বুকে তুলে নিলে মুরে
বলে ছিলে হৃদয় মাঝে দিবে স্থান
এখন করে মিথ্যা অভিনয়
আমার মন করেছো জয়
করে মিথ্যা অভিনয়
আমার মন করেছো জয়
কেন সাজিলে পাষাণ
বাধিয়া মায়া ডোরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বাধিয়া মায়া ডুরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
ছেরে মাতা-পিতা আত্মীয় কুটুম্ব বিতা
হৃদয়ে রেখেছি তোমার প্রেমো বান
ছেরে মাতা-পিতা আত্মীয় কুটুম্ব বিতা
হৃদয়ে রেখেছি তোমার প্রেমো বান
কাদি দিবা রাত্রি তোর বাসরে নাই বাতি
কাদি দিবা রাত্রি তোর বাসরে নাই বাতি
গেলো জাতি কুলো মান
বাধিয়া মায়া ডোরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বাধিয়া মায়া ডুরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
যত খুশি দাওগো ব্যথা হৃদয়ে রাখিবো গাঁথা
একদিন হবে ব্যথার অবসান
যত খুশি দাওগো ব্যথা হৃদয়ে রাখিবো গাঁথা
একদিন হবে ব্যথার অবসান
সেদিন প্রিয় বন্ধু বলে
বুক ভাসাবে নয়ন জলে
সেদিন প্রিয় বন্ধু বলে
বুক ভাসাবে নয়ন জলে
দেহ ছেড়ে চলে গেলে সালাউদ্দির প্রাণ
বাধিয়া মায়া ডোরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বাধিয়া মায়া ডুরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
বাধিয়া মায়া ডুরে কাদালে এমন করে
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান
এই কি প্রেমের প্রতিদান