Janite Chai Doyal Tomar Lyrics | জানিতে চাই দয়াল তোমার

Janite Chai Doyal Tomar Lyrics
জানিতে চাই দয়াল তোমার

Janite Chai Doyal Tomar Lyrics

আমি জানতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?
আমরা বহু নামে, ধরাধামে, কত রকমে ডাকি॥
কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করিছে আহ্বান
কেহ খোদা, কেউ যিহুদা, কেউ পাথিয়ান
গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখবোলা টিয়াপাখি॥
সকল শাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা-মাতা নাই
তোমার নামকরণ কে করিল, বসে ভাবি তাই!
তুমি নামী কি অনামী হে সাঁই, আমরা তার বুঝি বা কি?
কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে কেউ দেয় পরিচয়
তুমি সকলের সকল কিছু আবার কিছু নয়
দয়াল তোমার আসল যে পরিচয়, কে জানে তা কি না কি?
পাগল বিজয় বলে মনের কথা কই
আমি খাঁটি ভাবের পাগল নই
গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই
আমার বুকে যা নাই, মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি॥

জানিতে চাই দয়াল তোমার

জানিতে চাই দয়াল তোমার
আসল নামটা কি,
আমরা বহুনামে ধরাধামে
কত রকমে ডাকি।

কেউ তোমারে বলে ভগবান
আর God কেউ করে আহবান,
কেউ খোদা কেউ জিহুদা
কেউ কয় পাতিয়ান,
গাইলাম জনম-ভরা মুখস্ত গান
মুখ-বোলা টিয়াপাখি।

আমি সর্ব শাস্ত্রে শুনিতে যে পাই
তোমার নাকি পিতামাতা নাই,
তোমার নামকরণ কে করিল
ভাবছি বসে ভাবি তাই,
তুমি নামী কি অনামী হে সাঁই
আমরা তার বুঝি বা কি।

কেহ পিতা কেহ পুত্র কয়
আবার, বন্ধু ব’লে কেউ দেয় পরিচয়,
তুমি সকলের সকলই
আবার কারো কিছু নয়,
ও দয়াল, তোমার আসল যে পরিচয়
কে জানে তা কি না কি।

পাগল বিজয় বলে মনের কথা কই
আমি খাঁটি ভাবের পাগল নই,
আমার গোল বেঁধেছে মনের ঘরে
কাজেই পাগল হই,
আমার বুকে যা নাই মুখে তাই কই
কাটা কান চুলে ঢাকি।

 

জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কী

জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কী
Janite Chai Doyal Tomar Asol Naamta Ki
কথা ও সুর: কবিয়াল বিজয় সরকার
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?
আমি জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?
আমরা বহু নামে ধরাধামে
কত রকমে ডাকি।।
কেহ তোমায় বলে ভগবান
গড বলে কেউ করে আহ্বান
কেহ খোদা,কেউ যিহুদা,
কেউ কয় পাথিয়ান;
গাইলাম জনম ভরে মুখস্ত গান
মুখবোলা টিয়াপাখি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?
আমি জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী।।
সকল শাস্ত্রে শুনিতে যে পাই
তোমার নাকি পিতামাতা নাই
তোমার নামকরণ কে করল
বসে ভাবি তাই;
তুমি নামি কি অনামি সাঁই
আমরা তার বুঝি বা কি!।।
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?
কেহ পিতা,কেহ পুত্র কয়
বন্ধু বলে কেউ দেয় পরিচয়
তুমি সকলের সকল
আবার কারো কিছু নয়;
দয়াল তোমার আসল যে পরিচয়
কে জানে তা কিনা কি।।
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী।।
পাগল বিজয় বলে,মনের কথা কই,
আমি খাঁটি ভাবের পাগল নই
গোল বেঁধেছে মনের মাঝে
কাজেই পাগল হই;
আমার বুকে যা নাই মুখে তাই কই
কাটা কান চুলে ঢাকি।
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?
আমি জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?
আমরা বহু নামে ধরাধামে
কত রকমে ডাকি
জানিতে চাই দয়াল তোমার
আসল নামটি কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *