শিরোনাম: কতদিন দেহি না মায়ের মুখ
Kotodin Dehi Na Mayer Mukh
শিল্পী: খালিদ হাছান মিলু
অ্যালবাম: শেষ খেয়া
সুরকার: বদরুল আলম বকু
গীতিকার: নুরুজ্জামান শেখ
কতদিন দেহি না মায়ের মুখ
হুনি না সেই কোকিল নামের কালা পাহির গান,
হায়রে পরাণ, হায়রে পরাণ।।
হায়রে আমার গায়ে বাড়ি
সারি সারি গরুর গাড়ী মরা নদীর চর,
দীঘির জলে হাসের খেলা
ঘরের চালে দুপুর বেলা রঙ্গিলা কইতর,,
উঠানে চড়াইনা সোনার ধান
হায়রে পরান, হায়রে পরান ।।
কতদিন ধরিনা ডোবায় মাছ
করিনা সেই মরা নদীর মিঠা পানি পান,
হায়রে পরান, হায়রে পরান ।।
হায়রে আমার রাখাল হিয়া
কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায়,
বিহাল বেলা বাশের বনে
ঝিকিমিকি রইদের সনে মন মিলাইতে চায়।
ভুলিতে পারিনা মাটির টান
হায়রে পরান, হায়রে পরান।
কতদিন রাহিনা চানের খোজ
দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান,
হায়রে পরান, হায়রে পরান
হায়রে পরান, হায়রে পরান ।।