শিরোনাম: মেঘে ঢাকা শহর
Meghe Dhaka Shohor
শিল্পী: হাবিব ও নির্ঝর
অ্যালবাম: মেঘে ঢাকা শহর
সুরকার: হাবিব ওয়াহিদ
গীতিকার: জাহিদ আকবর
জীবন ছুয়ে নামে কখনো জোছনা
টুপ করে হঠাৎ ঝরে কুয়াশা এক কনা,
অনুভবে মেঘ জমে অভিমান থম থমে
জীবন নামে সুখ দুঃখের আনাগোনা,
ঢেউ বোনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আধারে মেঘে ঢাকা শহর।।
হৃদয়ের সুতো ছিড়ে উড়ে যায় দূরে
ঝড় উঠে মনেরই আকাশে জড়ে,
নিমিষে চুপচাপ সুনশান অন্তর
ভিতর বাহিরে মেঘে ঢাকা শহর,
ঢেউ বোনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আধারে মেঘে ঢাকা শহর।।
কাছের হয়ে কেউ অচেনা রোদ্দুরে
স্বপ্ন বুনে বুকেরই অনেক ভেতরে,
এক সাথে ধোকা মুখ হয়ে যায় পর
প্রশ্নন্তরে মেঘে ঢাকা শহর,
ঢেউ বোনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আধারে মেঘে ঢাকা শহর।।
জীবন ছুয়ে নামে কখনো জোছনা
টুপ করে হঠাৎ ঝরে কুয়াশা এক কনা,
অনুভবে মেঘ জমে অভিমান থমথমে
জীবন নামে সুখ দুঃখের আনাগোনা,
ঢেউ বোনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আধারে মেঘে ঢাকা শহর।।