শিরোনাম: চাঁদ সুন্দরী
শিল্পী: রাসেদ
আমি কি আর তরে বাসতে পারি ভালো
তুই যে হইলে চাদ সুন্দরী আমি কৃষ্ণ কালো,,
আমায় কেন কান্দাইলি শিরায় শিরায় পুড়াইলি,
থাকি কেমনে বল আমি আর ভালো
তুই যে হইলে চাদ সুন্দরী আমি কৃষ্ণ কালো
আমি কি আর তরে বাসতে পারি ভালো
তুই যে হইলে চাদ সুন্দরী আমি কৃষ্ণ কালো ।।
হলদে বরন দেহরে তোর ঘন কালো চুল
প্রনয় স্রতে যাই হাড়িয়ে আমি অচিন পুর,,
আড়ালে চাদ যায় হাড়িয়ে থাকি কেমনে ভালো
তুই যে হইলে চাদ সুন্দরী আমি কৃষ্ণ কালো,
আমি কি আর তরে বাসতে পারি ভালো
তুই যে হইলে চাদ সুন্দরী আমি কৃষ্ণ কালো ।।
মনের বুকে বিষন খড়া ঘন বর্ষায়
প্রাণ বিন্ধুয়া আমারে কি তোর মনে চায়,
আড়ালে চাদ যায় হাড়িয়ে থাকি কেমনে ভালো
তুই যে হইলে চাদ সুন্দরী আমি কৃষ্ণ কালো,
আমি কি আর তরে বাসতে পারি ভালো
তুই যে হইলে চাদ সুন্দরী আমি কৃষ্ণ কালো ।।