শ্রী শ্রী গীতা’র দর্শনে বিজ্ঞান | Shri Shri Gitar Darshane Biggan | Key Lyrics

শ্রী শ্রী গীতা’র দর্শনে বিজ্ঞান
Shri Shri Gitar Darshane Biggan
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
[এই দেহটাই কুরুক্ষেত্র দেহেই কুরুপাণ্ডব,
দমে দমে যুদ্ধ কুরুপাণ্ডবেরই তান্ডব]-৩
[মনের মাঝে শ্রীকৃষ্ণ চালাইতেছে রথ,
দেহ ও মন মিলেই গীতা এবং মহাভারত]-২
[গীতা ধর্ম গীতা কর্ম গীতাই কর সার,
গীতা তত্ত্ব মানলেই পাবে ভব পারাপার(আরে)]-২
“ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ।
মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।।”
“যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥”
“পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥”
অন্তর্মুখী বহির্মুখী দশ ইন্দ্রিয়ের সূত্র,
দশ গুণ দশ একশ হলো ধৃতরাষ্ট্রের পুত্র।
(আমরা জানি,ধৃতরাষ্ট্রের একশত পুত্র।কিন্তু এরা কারা ? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়,পাঁচটি কর্ম ইন্দ্রিয়।এই দশটি ইন্দ্রিয় মনের চর হিসেবে দশদিকে ছুটে বেড়ায়।এই দশ গুণ দশ একশই হলো মূলত ধৃতরাষ্ট্রের একশত পুত্র।)
অন্তর্মুখী বহির্মুখী দশ ইন্দ্রিয়ের সূত্র
দশ গুণ দশ একশ হলো ধৃতরাষ্ট্রের পুত্র।
[ক্ষিতি,অপ,তেজ,মরুৎ,ব্যোম,
পাণ্ডবদেরই নাম(আরে)]-২
হস্তিনাপুরের ঠিকানা এই দেহধাম।
ক্ষিতি,অপ,তেজ,মরুৎ,ব্যোম পান্ডবদেরই নাম
(যুধিষ্ঠির,ভীম,অর্জুন,নকুল,সহদেব।এই পঞ্চপাণ্ডব মানেই হলো ক্ষিতি,অপ,তেজ,মরুৎ,ব্যোম।
অথবা মূলাধার চক্র,স্বাধিষ্ঠান চক্র,মণিপুর চক্র,অনাহত চক্র ও বিশুদ্ধ চক্র)
ক্ষিতি,অপ,তেজ,মরুৎ,ব্যোম পাণ্ডবদেরই নাম।
হস্তিনাপুরের ঠিকানা এই দেহধাম।
[সঞ্জয় হল বিবেক ধৃতরাষ্ট্র মন]-২
এটাই হল শ্রেষ্ঠধর্ম গীতারই দর্শন।
সঞ্জয় হল বিবেক ধৃতরাষ্ট্র মন;
(আমরা শ্রী শ্রী গীতায় দেখি ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞেস করতেন কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে।ধৃতরাষ্ট্র জন্মান্ধ।আমাদের মনটাও তো অন্ধ।সুতরাং ধৃতরাষ্ট্র কে ? ধৃতরাষ্ট্র হচ্ছে মন আর সঞ্জয় হলো কে?
সঞ্জয় হলো আমাদের বিবেক)
আরে সঞ্জয় হল বিবেক ধৃতরাষ্ট্র মন
এটাই হল শ্রেষ্ঠধর্ম গীতারই দর্শন।
সঞ্জয় হল বিবেক ধৃতরাষ্ট্র মন
এটাই হল শ্রেষ্ঠধর্ম গীতারই দর্শন।
[একটি মানুষ মানেই হল শরীর এবং মন,
তাই সব মানুষের মধ্যেই আছে গীতা’র দর্শন]-২
[গীতা ধর্ম গীতা কর্ম গীতাই কর সার,
গীতা তত্ত্ব মানলেই পাবে ভব পারাপার(আরে)]-৭

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *