মানুষ ধর মানুষ ভজ লিরিক্স | Manush Dhoro Manush Vojo Lyrics | বারী সিদ্দিকী

মানুষ ধর মানুষ ভজ
Manush Dhoro Manush Vojo
চলচ্চিত্র: শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
কথা: রশীদউদ্দিন আহমেদ
Baul Rashid Uddin
পরিচালক: হুমায়ূন আহমেদ
কণ্ঠ: বারী সিদ্দিকী

 

Table of Contents

মানুষ ধর মানুষ ভজ

[মানুষ ধর মানুষ ভজ

শোন বলিরে পাগল মন]-২

[মানুষের ভিতরে মানুষ

করিতেছে বিরাজন]-২

[মানুষ ধর মানুষ ভজ

শোন বলিরে পাগল মন]-২

মানুষ কি আর এমনি বটে

যার চরণে জগত লুটে

এই না পঞ্চভূতের ঘটে

খেলিতেছে নিরাঞ্জন

[চৌদ্দতালার উপরে দালান

তার ভিতরে ফুলের বাগান]-২

[লাইলী আর মজনু দেওয়ান

সুখেই করেছে আসন]-২

[মানুষ ধর মানুষ ভজ

শোন বলিরে পাগল মন]-২

দুই ধারে দুই কঠরা

হায়াত মওত মাঝখানে ভরা

সময় থাকতে খুঁজরে ত্বরা

নিকটেতে কালশমন

[সোনার পুরী আন্ধার করে

যেদিন পাখি যাবে উড়ে]-২

[শূন্য খাঁচা থাকবে পড়ে

কে করবে আর তার যতন]-২

[মানুষ ধর মানুষ ভজ

শোন বলিরে পাগল মন]-২

তালাশে খালাশ মেলে

তালাশ কর রংমহলে

উঠিয়া হাবলঙের পুলে

চেয়ে থাকো সর্বক্ষণ

[দেখিবে হাবলঙের পুলে

দুই দিকেতে অগ্নি জ্বলে]-২

[ভেবে রশীদউদ্দিন বলে

চমকিছে স্বর্ণের মতন]-২

[মানুষ ধর মানুষ ভজ

শোন বলিরে পাগল মন]-২

[মানুষের ভিতরে মানুষ

করিতেছে বিরাজন]-২

[মানুষ ধর মানুষ ভজ

শোন বলিরে পাগল মন]-৪

 

 

 

 Manush Dhoro Manush Vojo

মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন।
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন।।

মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগত লুটে
এই না পঞ্চ ভূতের ঘটে
খেলিতেছে নিরাঞ্জন।
চৌদ্দ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান।
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন।।

দুই ধারে দুই কঠোরা
হায়াত মওত মাইঝখানে
সময় থাকতে উঠরে ত্বরা
নিকটেতে কালসমন।
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূণ্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন।।

তালাশে খালাশ মেলে
তালাস করে রঙমহলে
উঠিয়া হাবলঙের কূলে
চেয়ে থাকব সর্বক্ষণ।
দেখিবে হাবলঙের কূলে
দুইদিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন হবে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *