গাছে বেল পাকিলে তাতে কাকের কী – Gache Bel Pakile Tate Kaker Ki

 গাছে বেল পাকিলে তাতে কাকের কী

Gache Bel Pakile Tate Kaker Ki

ছায়াছবি: সুজন সখি (১৯৭৫)

কথা: খান আতাউর রহমান

কণ্ঠ: রথীন্দ্রনাথ রায়

[আরে কথায় বলে

গাছে বেল পাকিলে তাতে কাকের কী?]-২

ও কাকের কাকা ডাকে যদি একে একে

গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কী?

আরে কথায় বলে

গাছে বেল পাকিলে তাতে কাকের কী?

আরে কথায় বলে

অধিক থেকে করে আশা,তার নাম যে বুদ্ধিনাশা

অতি লোভে তাতী নষ্ট বলে যে কথা

হায়রে বলে যে কথা,হায়রে বলে যে কথা

হায় বলে যে কথা!

এ অধিক থেকে করে আশা,তার নাম যে বুদ্ধিনাশা

অতি লোভে তাতী নষ্ট বলে যে কথা

হায়রে বলে যে কথা

হায় বিয়া কইরা খায়না যারা একা একা খায়

আরে তাদের কপাল এমনি কইরা ছাই হইয়া যায়

আরে কথায় বলে

গাছে বেল পাকিলে তাতে কাকের কী?

ও কাকের কাকা ডাকে যদি একে একে

গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কী?

আরে কথায় বলে

গাছে বেল পাকিলে তাতে কাকের কী?

আরে কথায় বলে

উপর দিকে থুথু দিলে নিজের মুখেই থুথু পড়ে

চোখ বুজিয়া লম্ফ দিলে পাও ভাঙ্গিয়া যায়,

হায়রে পাও ভাঙ্গিয়া যায়,হায়রে পাও ভাঙ্গিয়া যায়

হায়রে পাও ভাঙ্গিয়া যায়!

এ উপর দিকে থুথু দিলে নিজের মুখেই থুথু পড়ে

চোখ বুজিয়া লম্ফ দিলে পাও ভাঙ্গিয়া যায়

হায়রে পাও ভাঙ্গিয়া যায়

আরে অতি বড় হইলে পরে ঝড়ে পইড়া যায়

আরে অতি ছোট থাকলে আবার ছাগল মুইড়া খায়

আরে কথায় বলে

গাছে বেল পাকিলে তাতে কাকের কী?

ও কাকের কাকা ডাকে যদি একে একে

গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কী?

আরে কথায় বলে

গাছে বেল পাকিলে তাতে কাকের কী?

আরে কথায় বলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *