ক্ষেতের লক্ষ্মী ঠাকুর গো তুমি জনম জনম থাইকো মোদের ঘরে | Kheter Laksmi Thakur Go Tumi Jonom Jonom Thaiko Moder Ghore

ক্ষেতের লক্ষ্মী ঠাকুর গো তুমি জনম জনম থাইকো মোদের ঘরে
Kheter Laksmi Thakur Go Tumi Jonom Jonom Thaiko Moder Ghore
তোমার কৃপায় ধনে জনে সুখে ঘর ভরে।
মাগো তোমার কৃপায় ধনে জনে সুখে ঘর ভরে।
ক্ষেতের লক্ষ্মী ঠাকুর গো তুমি জনম জনম থাইকো মোদের ঘরে।
পৌষ মাসেতে আইলে মাগো, পৌষ পার্বন নিয়া।
(আরে)চিটা ধান ভানে সঁপে কুলা ঢেকি নিয়া।
ক্ষেতের লক্ষ্মী ঠাকুর গো তুমি জনম জনম, থাইকো মোদের ঘরে।।
শোন শোন বন্ধুগন, শোন শোন সখিগন
এইখানেতে করি প্রচার ঢেকির বিবরন
ও দেখ নারদ যাবেন মামার বাড়ি সঙ্গে নাই তার বাহন।
বিশ্বকর্মা শুনিয়া তাহার গতরে উঠে কম্পন।
চাঙ্গা মাইয়া আর নাগেশ্বরে তৈয়ার করলেন ঢেকি
ওই ঢেকি যদি না থাকে নারদ গেলেন মামার বাড়ি
নারদের মামা গনাইর বাপ গেছেন কুশ নগরে
ওই কুশলী লইয়া নৃত্য করেন আগে আর পরে।
ঘর থেকে বা’র হইলেন মামী হাতে ঝাড়ু নিয়া;
প্রান বাঁচাইলেন ভাগিনা নারদ পলাইয়া দৌঁড়াইয়া।
এই ভাবেতে মর্ত্যতে আসিয়া নারদ দেখে
এই ভাবেতে ঢেকি ঠাকুর, ঘর গৃহস্থ নিলা।।।
ও ধান ভানরে, নারদের নাতি,
বৃন্দাবনে ধান ভানে, রাধা গোয়ালিনী
ঢেকি বলে কোন গো আমি মুই নারদের নাতি,
(আরে)সর্ব কথা গীতে ক্যানে লেঙছে মার ঝাঁকি।।
ও ধান ভানরে, নারদের নাতি,
বৃন্দাবনে ধান ভানে, রাধা গোয়ালিনী,
ও ধান ভানরে।।
নিয়া বলে কোন গো আমি
গুমরই গড়ন
আমি গুমরই গড়ন
নিয়া বলে কোন গো আমি
গুমরই গড়ন
আমি গুমরই গড়ন।
ওই ঢেকি ধানে ভানা।।
আমি করি সারণ
ও ধান ভানরে,
নারদের নাতি,
বৃন্দাবনে ধান ভানে,
রাধা গোয়ালিনী,
ও ধান ভানরে।।
ও ধান ভানরে।।।

Check Also

a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics Nakul Kumar Biswas …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *