আমার এ যৌবন চম্পা চামেলী বনে – Amar E Jouban Champa Chameli Bone

 আমার এ যৌবন চম্পা চামেলী বনে

Amar E Jouban Champa Chameli Bone
ছায়াছবি: সাড়ে চুয়াত্তর (১৯৫৩)
কথা: শৈলেন রায়
সুর: কালিপদ সেন
কণ্ঠ: শ্যামল মিত্র,মানবেন্দ্র মুখার্জী,দ্বিজেন মুখার্জী,
ধনঞ্জয় ভট্টাচার্য,পান্নালাল ভট্টাচার্য,সনৎ সিনহা
আমার এ যৌবন
[আমার এ যৌবন চম্পা চামেলি বনে
অকারণ উচ্ছল নদী গো]-২
[আঁচল দোলায়ে হায়
কে গো আসে কে গো যায়]-২
সুরে সুরে বেজে ওঠে জীবনের বীণ গো
আমার এ যৌবন চম্পা চামেলি বনে
অকারণ উচ্ছল নদী গো
আমার এ যৌবন।
হা হা হা হা হা হো হো হে হে হা হা হা হা হা হা
কেবা সেই ললনা,ছন্দের ঝরণা
[ভালোবাসা যদি পাও
ভালবেসে মরো না (আ আ)]-২
কেবা সেই ললনা,ছন্দের ঝরণা
ভালোবাসা যদি পাও
ভালবেসে মরো না
[তার কালো চোখে হায়]-২
আলো ছায়া খেলে যায়
সে হিয়ায় হতে চায় হিয়া যেন লীন গো।
আমার এ যৌবন চম্পা চামেলি বনে
অকারণ উচ্ছল নদী গো।
আমার এ যৌবন
আ আ আ আ আ আ আ আ আ আ
বিদ্যুৎ বরণা সে চম্পক বরণী,
পিয়াসার তীরে বাসা বাঁধে মন-হরণী।
বিদ্যুৎ বরণা সে ছন্দের ঝরণা,
বিদ্যুৎ বরণা,বিদ্যুৎ বরণা,বিদ্যুৎ বরণা
কেবা সেই বিনোদিনী-
কেবা সেই বিনোদিনী
কেবা সেই বিনোদিনী।
আ আ আ আ
কেবা সেই বিনোদিনী,রিনিকি ঝিনিকি ঝিনি
কেবা সেই বিনোদিনী।
নূপুরের তালে বাজে কাঁকনের রিনিঝিনি
রিনিকি ঝিনিকি ঝিনি রিনিকি
রিনিকি ঝিনিকি ঝিনি রিনিকি।
[ভাবি বেলা অবেলায়]-২
যে চাহনি ফেলে যায়
তারই জালে জড়ায়েছি আমি উদাসীন গো।
আমার এ যৌবন চম্পা চামেলি বনে
অকারণ উচ্ছল নদী গো
আমার এ যৌবন আ আ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *