আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে | Amar Hridoyo Pinjirar Posha Pakhire | Key Lyrics

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
Amar Hridoyo Pinjirar Posha Pakhire
 
 

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ।।
তুমি কার পোষা পাখি, কাজল বরণ আঁখি,
রক্ত জবার মত তোমার মুখ।
প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।
আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।।
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।
আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

 

Check Also

a logo for keylyrics.com

Boudi Khela Hobe Lyrics | বৌদি খেলা হবে Lyrics | Keshab Dey

Boudi Khela Hobe Lyrics | বৌদি খেলা হবে Lyrics | Keshab Dey Song – Boudi …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *