আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী – Ami Tomay Valobashi Jogote Hoiachi Doshi (Lyrics)

আমি তোমায় ভালোবাসি
Ami Tomay Valobashi


আমি তোমায় ভালোবাসি,
জগতে হইয়াছি দোষী।
না পাইয়া তবু খুশি।
তোমার ছবি রাখলাম অন্তরায়।
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কতো অপমান। 


মিষ্টি মিষ্টি কথা কইয়া,
আমার সাথে প্রেম যে করিলা।
এখন কেনো যাও ভুলিয়া 
তোমার ছবি রাখলাম অন্তরায়।
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কতো অপমান।

জাতি কুলমান সবি গেলো,
এখন শুধু বাকি প্রাণ।
তোমার সাথে প্রেম করিয়া,
হইলাম কতো অপমান।
না না না নানানা…


Check Also

a logo for keylyrics.com

বঙ্গবন্ধুর জন্য Lyrics | Bangabandhur Jonyo Lyrics

বঙ্গবন্ধুর জন্য Lyrics Bangabandhur Jonyo Lyrics   বঙ্গবন্ধুর জন্য Lyrics বঙ্গবন্ধুর জন্য, জন্ম সোনার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *