Oti Satto Prohalad Bhokto Lyrics | অতি সত্য প্রহলাদ ভক্ত

Oti Satto Prohalad Bhokto Lyrics
অতি সত্য প্রহলাদ ভক্ত
কথা ও সুর: প্রচলিত
বাণী সংগ্রাহক: সুধন্য মণ্ডল

Oti Satto Prohalad Bhokto Lyrics

অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চবয়সে কৃষ্ণ পেলো
অতি সত্য প্রহলাদ ভক্ত
অতি সত্য প্রহলাদ ভক্ত
পোড়ে নাই গরম তেলে
কৃষ্ণ এসে করে রক্ষা
[করিয়া কলা-কৌশলে]-২
পাগলা হাতির তলে দিলো
তবু না প্রহলাদ মরিল
এমন ভক্ত ক’জন ছিলো
সদা মুখে কৃষ্ণ বলো
অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চবয়সে কৃষ্ণ পেলো
অতি সত্য প্রহলাদ ভক্ত।
আরেক ভক্ত ছিলো জয়দেব
না পাইয়া কৃষ্ণের দেখা
পর্দাকে জড়াইয়া ধরে
[এই হলো মোর প্রাণসখা]-২
[হরিশ্চন্দ্র দানে ধন্য
পুত্র কেটে দাতাকর্ণ]-২
বৃষকেতুর জীবন ধন্য
এমন ভক্ত ক’জন ছিলো
সদা মুখে কৃষ্ণ বলো
অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চবয়সে কৃষ্ণ পেলো
অতি সত্য প্রহলাদ ভক্ত।
আরেক ভক্ত ছিলো রাধে
ত্যাগ করিয়া কুলমান
নারদমুনির হাতের বীণা
[সদা গাইত কৃষ্ণ গান]-২
মুনির গান শুনিয়া বনের
পশুরা করত ডাকাডাকি
মুনির গান শুনিয়া বনের
পাখিরা করত ডাকাডাকি
[ব্রজে ছিলো যত সখি]-২
সদা মুখে কৃষ্ণ বলো
অতি সত্য প্রহলাদ ভক্ত
পঞ্চবয়সে কৃষ্ণ পেল
অতি সত্য প্রহলাদ ভক্ত।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *