Jaya Jaya Shri Guru Lyrics
জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু
জয় জয় শ্রীগুরু প্রেম-কলপ-তরু
কবি বৈষ্ণবদাস
মঙ্গল রাগ
জয় জয় শ্রীগুরু বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত
Jaya Jaya Shri Guru Lyrics
জয় জয় শ্রীগুরু প্রেম-কলপ-তরু
অদভুত যাক প্রকাশ।
হিয়-আগেয়ান-তি- মির-বর জ্ঞান-সু-
চন্দ্র-কিরণে করু নাশ॥
ইহ লোচন-আনন্দ-ধাম।
অযাচিত হেন পতিত হেরি যো পহুঁ
যাচি দেয়ল হরি-নাম॥ ধ্রু॥
দুরগতি অগতি অ- সত-মতি যো জন
নাহি সুকৃতি-লবলেশ।
শ্রীবৃন্দাবন- যুগল-ভজন-ধন
তাহে করত উপদেশ॥
নিরমল গৌর- প্রেম-রস-সিঞ্চনে
পূরল সব মন আশ।
সো চরণাম্বুজে রতি নাহি হোয়ল
রোয়ত বৈষ্ণবদাস॥
জয় জয় শ্রীগুরু – জগবন্ধু ভদ্র সংকলিত
জয় জয় শ্রীগুরু, প্রেম-কলপতরু, অদ্ভুত যাক প্রকাশ।
হিয় আগেয়ান, তিমির বর জ্ঞান, সুচন্দ্রকিরণে করু নাশ॥
ইহ লোচন আনন্দ ধাম।
অযাচিত এহেন পতিত হেরি যো পহুঁ
যাচি দেয়ল হরিনাম॥ ধ্রু॥
দুরগতি অগতি অসতমতি যো জন
নাহি সুকৃতি লবলেশ।
শ্রীবৃন্দাবন যুগল ভজনধন
তাহে করত উপদেশ॥
নিরমল গৌর-প্রেমরস সিঞ্চনে, পূরল সব মন আশ।
সো চরণাম্বুজে, রতি নাহি হোঅল, রোঅত বৈষ্ণবদাস॥
জয় জয় শ্রীগুরু – হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত
জয় জয় শ্রীগুরু প্রেম-কলপ-তরু
অদভুত যাক প্রকাশ।
হিয়-আগেয়ান তিমির সুনিবিড়
জ্ঞান-কিরণে করু নাশ॥
ইহ লোচন-আনন্দ ধাম।
অযাচিত এ হেন পতিত হেরি পহুঁ
যাচি দেয়ল হরিনাম॥
দুরগতি অগতি অসত-মতি যো জন
নাহি সুকৃতি-লবলেশ।
শ্রীবৃন্দাবন- যুগল-ভজন-ধন
তাহে করত উপদেশ॥
নিরমল গৌর- প্রেম-রস-সিঞ্চনে
পূরল সব মন আশ।
সো চরণাম্বুজে রতি নাহি হোয়ল
রোয়ত বৈষ্ণবদাস॥
জয় জয় শ্রীগুরু – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত
জয় জয় শ্রীগুরু, প্রেমকলপতরু, অদভুত যাক প্রকাশ।
হিয় আগেয়ান, তিমির বর জ্ঞান, সুচন্দ্র কিরণে করু নাশ॥
ইহ লোচন আনন্দ ধাম।
অযাচিত এহেন, পতিত হেরি যো পহুঁ, যাচি দেওল হরিনাম॥ ধ্রু॥
দুরগতি অগতি, অসত মতি যো জন, নাহি সুকৃতি লবলেশ।
শ্রীবৃন্দাবন, যুগল ভজন ধন, তাহে করত উপদেশ॥
নিরমল গৌর, প্রেমরস সিঞ্চনে, পূরল সব মন আশ।
সো চরণাম্বুজে, রতি নাহি হোয়ল, রোয়ত বৈষ্ণবদাস॥
Jaya Jaya Shri Guru Lyrics
জয় জয় শ্রীগুরু, প্রেম কল্পতরু
অদ্ভুত যাঁকো প্রকাশ।
হিয়ে অজ্ঞান, তিমির বর জ্ঞান
সুচন্দ্র কিরণে করু নাশ।
ইহ লোচন আনন্দধাম
অযাচিত মো হেন, পতিত হেরি যো পঁহু
যাচি দেয়ল হরি নাম।
দুর্মতি অগতি, সতত অসৎ মতি
নাহি সুকৃতি লব লেশ,
শ্রীবৃন্দাবন, যুগল-ভজন ধন
তাহে করতঃ উপদেশ।
নির্মল গৌর, প্রেমরস সিঞ্চনে
পুরল সব মন আশ,
সো চরণাম্বুজে, রতি নাহি হোঁয়ল
রোয়ত বৈষ্ণব দাস।