Gite Madhaba Hridoy Bhoker Pran Lyrics | গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ

Gite Madhaba Hridoy Bhoker Pran Lyrics

গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ

 

 

গীতে মাধব হৃদয়ঃ
গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ।
বক্ষে রাখি বারে বারে করি হে প্রণাম।।
প্রজ্জ্বলিত থাক তুমি মানবের অন্তের।
ভুলিনা তোমারে যেন জীবনের তরে।।
অষ্টাদশ অধ্যায় তোমার জগতে প্রচার।
নমি বারে বারে মাগো নমি বারে বার।।
সংসার ও পাবনী তুমি জ্ঞানের ভান্ডার।
যেই ভজে সেই মজে নামেতে তোমার।।
তোমার ও অমৃত বানী যে না করে পান।
মানব হইয়া থাকে পশুর সমান।।
ভাই বল বন্ধু বল কেউ কারো নয়।
আপনি মরিয়া গেলে তার কেন রয়।।
ভাই বল বন্ধু বল কেউ কারো নয়।
দুই চার দিনের মেলামেশা পথের পরিচয়।।
তোমার অমৃত সুধা যেবা করে পান।
মানব হইয়া থাকে সে দেবতার সমান।।
গীতা বড় মধুময়, সর্বধর্ম সমান নয়।
ঘরে ঘরে পুজা হয়, ভব পাড়ের বন্ধু হয়।।
শ্রীকৃষ্ণের বাণী হয়, অনাদির আদি হয়।।

একবার জয় দাও, জয় দাও।।
জয় জয় গীতা প্রীতে জয় দাও, জয় দাও।।
মা জননী সবাই মিলে উলুধ্বনি দাও।।
ভক্তবৃন্দ সবাই মিলে জয়ের ধ্বনি দাও।।
জয় গীতা, জয় গীতা, জয় গীতা।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *