Tomari Jibon Thoke Gele Lyircs | তোমারই জীবনে ঠকে গেলে

Tomari Jibon Thoke Gele Lyircs

তোমারই জীবনে ঠকে গেলে

ভবা পাগলার গান

Tomari Jibon Thoke Gele Lyircs

তোমারই জীবনে ঠকে গেলে মানুষ তুমি
পাবে কি আর ফিরে এমন জনম,
কত অপরাধ, কত অপমান করিতেছ
প্রতিদিন ভীষণ-ভীষণ।

 

হাসিয়া-হাসিয়া কত করিতেছ পাপ
কাঁদিলেও ফুরাবে না সেই অনুতাপ,
কুড়িয়েছ শত-শত কত অভিশাপ
কত জনার প্রাণে ব্যথা দিলে অকারণ।

 

ভবা কয়, কেন এলে মানুষ প্রতি ঘরে-ঘরে
নিশ্চয় ছিল কিছু সেই ভাগ্যজোরে,
কেন মন গেলে তুমি এত ছারেখারে
এখনো চাও ক্ষমা, ভবে আছ যতক্ষণ।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *