Hate Manush, Ghate Manush… Manusher Monushatya Nai
হাটে মানুষ ঘাটে মানুষ Lyrics
মানুষের মনুষত্ব নাই ( ও ভাইরে ভাই)
(আমি) হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই।।
সেদিন দেখলাম একটি কাক
কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে
শুনে সেই কাকের মরণ ডাক
কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে
ঘটনা দেখে হই অবাক
এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে
ঘটনা দেখে তাজ্জব যাই।।
( ও ভাইরে ভাই) মানুষের মনুষত্ব নাই
(আমি) হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই।।
দেখলাম পশুর এমন গুণ
বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে
এই মানুষে মানুষ করছে খুন
এ কথা কেনা জানে জাতের টান শুয়োরে টানে
মানুষের নাই শুয়োরের গুণ
ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ
বিবেকের কাছে জবাব চাই।।
( ও ভাইরে ভাই) মানুষের মনুষত্ব নাই
(আমি) হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই।।
শুনে বড় লজ্জা হয়
শুনেছি নরপশু ধর্ষণ করে শিশু
এমন কাজ পশুতে না হয়
ছি ছি কী লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে
এ কথা শাহ্ আলমে কয়।
হাত পা নিয়া জন্ম নিলে
তারেই কি মানুষ বলে?
মানুষের কর্ম থাকা চাই।।
Hate Manush Ghate Manush Lyrics