ভিখারী দুয়ারে খাড়া | Bhikhari Duyare Khara | KeyLyrics

ভিখারী দুয়ারে খাড়া
Bhikhari Duyare Khara
গীতিকার : উকিল মুন্সী
ভিখারী দুয়ারে খাড়া
ভিক্ষা দিয়া বিদায় কর
আমার ঘরের মালিকরে
ক্ষুদায় ভিখারী মরলে কলঙ্ক তোর ।
আমার ঘরের মালিকরে
বানাইয়া রং মহল ঘর
ও মালিক করতেছো বসতি
ভিক্ষা চাইলেই কথা কও না
এই কী তোমার রীতি
এই অভাগী যার কাছে যাই
বলেরে সর সর
আল কোরআনে প্রমাণ দিছো মালিক
কেউ নাই তোমার পর
আমার ঘরের মালিকরে
ক্ষুদায় ভিখারী মরলে কলঙ্ক তোর ।
মালিকরে তোমার কাছে আছে জানি
ও মালিক, মধু আরো চিনি
শরাবন তহুরা আছে, কাওসারেরও পানি
মালিক হুর গেলেমান আছে খাড়া
ও মালিক করিতে আদর
মালিক, তুমি আমার আমি তোমার
একটু হওনা অগ্রসর
আমার ঘরের মালিকরে
ক্ষুদায় ভিখারী মরলে কলঙ্ক তোর ।
মালিকরে, নাম বড় যাঁর কাম বড় তাঁর
ও মালিক সদায় হওয়া চাই
নইলে যে তোঁর কলঙ্ক নাম রটিবে ঠাইঁ ঠাইঁ
ভিক্ষার ছলে উকিল মুন্সী ছাড়লো বাড়ি-ঘর
একদিনও না নিলা তুমি এই দুঃখিনীর খবর
আমার ঘরের মালিকরে
ক্ষুদায় ভিখারী মরলে কলঙ্ক তোর ।
ভিখারী দুয়ারে খাড়া | Bhikhari Duyare Khara | KeyLyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *