শুনেছ দেখ নাই কোথায় আছে পাক-পাঞ্জাতন
Shunecho Dekho Nai Kothay Ache Pak-Panjaton
শুনেছ দেখ নাই কোথায় আছে পাক-পাঞ্জাতন।
পাঁচতন একতনে মিশে, ভুবন করেছে চেতন!!
খোঁজ এই দোহ মাঝে, কেবা কোথায় বিরাজে,
পাঁচজনা পাঁচ রঙ্গে মিশে এহি সাজে।
সে সন্ধানে যে রয়েছে ছুটেছে তার আমির বাঁধন!!
পাক পাঞ্জাতন লওনা চিনে প্রেম করো তাদের সনে,
প্রেম হবে প্রভুর সনে লওনা চিনে।
প্রেম বীনে পাবে না তারে, প্রেম তরঙ্গে প্রভুর আসন!!
যাওনা গুরুর দ্বারে, পাক-পাঞ্জাতন দিবে ধরে,
অধর হয়ে থাকো সদায় গুরুর দ্বারে।
গওহার বলে অধর ধরায়, মুল সাধনা গুরু রতন!!