একটি কলসের নয়টি ছিদ্র কেমনে আনি জল
Ekti Koloser Noyti Chidro Kemone Ani Jol
– জালাল গীতি
————————————————————-
একটি কলসের নয়টি ছিদ্র কেমনে আনি জল
স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল ।।
লইয়া অষ্ট সহচরী পঞ্জজন রূপ-মঞ্জুরি
কাঁচা মাটির শূন হাড়ি দেখতে যেমন অবিকল
কাঁটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে
দ্বাদশ রাখাল কাঁদা দিয়ে ঘাট করেছে অতি পিছল ।।
সঙ্গে এল রং দেখিতে ছয় রমণী পাড়া হইতে
ঘুরাইবা অচেনা পথে দেখাইয়া দেয় ঘোর জঙ্গল
ষোলকলা রূপের কানাই কদম তলে করেছে ঠাখ
জাকা-জুড়ি করে সদাই টানিয়ে ছিঁড়িল অঞ্চল ।।
দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কা অতি
কবে এসে কাল বিষে করে দেয় অচল
জালালে কয় দুই সতীনে বিবাদ বাঁধায় রাত্র-দিনে
খাটলনা আর তাদের সনে মুই অভাগীর বুদ্ধিবল ।।