জন্মে যে জন পাপ করে না | Jonme Je Jon Pap Kore Na | Keylyrics

জন্মে যে জন পাপ করে না
Jonme Je Jon Pap Kore Na
জালাল উদ্দিন খাঁ
জন্মে যে জন পাপ করে না
ভাগি নয় সে করুণার
পাপীর আছে তোমার কাছে
দয়া পাইতে অধিকার
পাপ না করলে মাপ করবে কি
তক্তে তুমি বসিয়া
মাপ না করলে রহমানি নাম
যাবে তোমার মুছিয়া
তবে পুণ্য করে কাজ কি আছে
তর কাছে পাতিবার?
পাপীর আছে তোমার কাছে
দয়া পাইতে অধিকার
দুর্বলের তো বন্ধু তুমি
সবলের তো কিছুই না
প্রবল তরে জনম ভরে
একদিন স্মরণ করে না
অধম জেনে নেও গো টেনে
খুলে তোমার রুদ্ধ-দ্বার
পাপীর আছে তোমার কাছে
দয়া পাইতে অধিকার
সমাধির পুণ্য-গর্ভে
দেহ যখন হইবে লীন
আর কি বাকি থাকবে আমার
আসতে ভবে কোনও দিন
কাতরে কয় জালাল উদ্দিন
এই খেলা পাতিস না আর
পাপীর আছে তোমার কাছে
দয়া পাইতে অধিকার ।
জন্মে যে জন পাপ করে না | Jonme Je Jon Pap Kore Na | Keylyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *