শ্যাম রূপ ধরিয়া Lyrics
Shyam Rup Dhoriya Lyrics
শ্যাম রূপ ধরিয়া
শ্যাম রূপ ধরিয়া এসেছে মরণ
ওরে, প্রাণপাখি আর মানে না,
চল রাহী, চল ডুবি গো মরণ যমুনায়।
সে যে পারের মাঝি বাজায় বাঁশি
শুনলে কানে ভোলা যে দায়,
তোর মাটির দেহ, মাটির গরব
থাকে না পড়ে এই দুনিয়ায়।
মরমি সেই মরণ যে তোর
জীবন সে তো শিকল পায়,
কাজ পেয়ে যে ভুললি মাণিক
আমার আমি গোল বাঁধায়।
নীড়-বিবাগী পরাণ পাখি
দেহের বাসা ভুলিতে চায়,
বুঝি তাই, তাই গো।
সে যে সুযোগ পেলেই নীল মরণের
নীল গগনে উড়িয়া যায়,
এ ভাই মাটির এ ঘর ভাঙা বাসর
না গড়িতে ভাঙিবে হায়।