দোনালী বন্দুকের শিকার করো শিকারী | Donali Bonduker Shikar Kare Shikari | Keylyrics

দোনালী বন্দুকের শিকার করো শিকারী
Donali Bonduker Shikar Kare Shikari
দোনালী বন্দুকের শিকার করো শিকারী,
তোমার আপন গলায় মওলা ডাক,
তোমার আপন গলায় মুর্শীদ ডাক,
নিজের ঈমান ঠিক করি,
নিজের আমল ঠিক করি।
যদি কর লক্ষ্য ভ্রষ্ট তোমার গোলা বারুদ সবি নষ্ট,
যুগে যুগে পাবি কষ্ট দেখনা তুই বিচার করি।
এশকের বারুদ ভর মুহব্বতের ধুলি কর,
ভক্তি ভাবে চাপ মারিলে করবে ভাণ্ডারী !
শিকারীর প্রেমে পড়ি আমার জাত কুলো মান গেল চলি,
রমেশ বলে চেষ্টায় আছি পারি কি মরি!
দোনালী বন্দুকের শিকার করো শিকারী | Donali Bonduker Shikar Kare Shikari | Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *