ওরে মন পারে আর যাবি কি ধরে
Ore Mon Pare Ar Jabi Ki Dhore
ফকির লালন সাঁই
ওরে মন পারে আর যাবি কি ধরে ।
যেতে হুজুরে তরঙ্গ ভাবি
সেই পথেরে ।।
ইস্রাফিলের শিঙ্গার রবে
আসমান জমিন উড়ে যাবে
হবে নৈরাকারময় কে ভাসবে কোথায়
সেই তুফানেরে ।।
চুলের সাঁকো তাতে হীরের ধার
পার হতে হবে তুফানের উপর
নজর আসবে না কোথায় দিবি পা
সেই হীরের ধারে ।।
স্বরূপে যার আছে রে নয়ন
তাঁর ভব-পারের ভয় কিরে মন
ভেবে বলে ফকির লালন
দরবেশ সিরাজ সাঁই যা করে ।।