কি মায়া লাগাইলি রইতে Lyrics
Ki Maya Lagaili Raite Lyrics
কি মায়া লাগাইলি রইতে Lyrics
কি মায়া লাগাইলি রইতে পারিনা ঘরে।।
হৃদয়ের ধন ও দয়াল চাঁদ পাব কেমনে।।
কেমন জানি হইয়া গেছি তোর প্রেমে পড়ে।।
আমার ঘরবাড়ি লাগে না ভালো থাকি কেমনে।।
একবার যদি আসতে দয়াল দাশের অধিনে।।
আমার পরাণে পারণ মিসাইয়া দেখতাম তোমারে।।
মান কুলমান সব হারাইলাম তোর কারণে।।
আমার হৃদয়ে আসন বানাইতাম বসাইতাম তোরে।।
কত নিশি জেগে রইলাম তোর আসা করে।।
আমার নিদান কালে প্রানের মুর্শিদ যাইওনা ছেড়ে ।।