সত্য কইরা বলরে বন্ধু
Sotto Koira Bolore Bondhu
গীতিকার : দীনহীন
শিল্পী: শিউলি রানী
সত্য কইরা বলরে বন্ধু
ওরে আমার মাথায় দিয়া হাত
ওরে বন্ধু
তুমিনি আমার প্রাননাথ
ও যথায় তথায় যাওরে বন্ধু
ও বন্ধু আমি চাইয়া রই
সর্ব আত্মারুপীরে তুমি
ও বন্ধু ত্রিজগতে কয় ওরে বন্ধু
তুমিনি আমার প্রাননাথ
ও শুকনা কাষ্ঠের তরিরে লইয়া
বন্ধু হইলায় কর্ণদার
আপন হাতে বৈঠারে লইয়া বব্ধু
ও তুমি সদাই কর পাররে বন্ধু
তুমিনি আমার প্রাননাথ
ও দীনহীনের সুখেরও দিনতো ফূরাইয়া যায়
দীনহীন মরিতে রে বন্ধু
ও বন্ধু তুমিনি মরিবায় বন্ধু
তুমিনি আমার প্রাননাথ