অনুরাগ নইলে কি সাধন হয়
Anurag Noile Ki Sadhon Hoy
ফকির লালন সাঁই
অনুরাগ নইলে কি সাধন হয় ।
সে তো শুধু মুখের কথা নয় ।।
বনের পশু হনুমান
রাম বিনে তার নাই রে ধিয়ান
কইট্ মনে মুদে নয়ন
অন্যরূপ না ফিরে চায় ।।
তার প্রমান দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে
তবু অন্য বারি খায় না সে রে
থাকে মেঘের জলের আশায় ।।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা মেলে চাম-কেঠোতে
ঐ-রূপ সাধল কত মহতে
লালন কূলে কূলে বায় ।।