মা গো নও তুমি শুধু যে প্রতিমা
Maa Go Nou Tumi Shudhu Je Pratima
ছায়াছবি: দেবী (২০০৫)
কথা: গৌতম সুস্মিত
সুর: অশোক ভদ্র
কণ্ঠ: ঝর্ণা সেনগুপ্ত
মা গো নও তুমি শুধু যে প্রতিমা
[মা গো ও ও নও তুমি শুধু যে প্রতিমা]-২
কাঁদে যদি সন্তান কাঁদে মায়ের প্রাণ
নও তুমি পাষাণ কর তা প্রমাণ
দেখাও তোমার কী মহিমা?
মা গো ও ও নও তুমি শুধু যে প্রতিমা।
[নারী যে ইহকাল পরকালে স্বামী
তুমি তো জানো মা অন্তর্যামী]-২
তোমারই ভক্ত হয়ে সারাটা জীবনে
পড়ে আছি আমি যে মা তোমারই চরণে
এ সিঁদুর কেড়ে নিতে পারো না
এ শাঁখা ভেঙে দিতে পারো না
মা গো ও ও নও তুমি শুধু যে প্রতিমা
[দুঃখহারিণী তুমি জগৎতারিণী
শান্তিদায়িনী মা তুমি নারায়ণী]-২
তুমি মহামায়া তুমি চিরক্ষয়া
জাগো জাগো ও রুদ্রাণী
মা গো ও ও নও তুমি শুধু যে প্রতিমা
দেখাও তোমার কী মহিমা?
[প্রাণে যে ভক্তি তাই মহামন্ত্র
তাঁর কাছে চিরদিনই তুচ্ছ এই তন্ত্র]-২
দেখিয়ে দাও মা তুমি,কার বেশি শক্তি?
তোমার করুণা পায়ে আছে যার ভক্তি
অসুরের জয় কভু হয়না
করনে তো কোনো পাপ সয়না
মা গো ও ও নও তুমি শুধু যে প্রতিমা
[অসুরনাশিনী তুমি সিংহবাহিনী
খড়গধারিণী তুমি মুণ্ডমালিনী]-২
তুমি যে কালিকা দেবী চন্দ্রিকা
[জাগো জাগো ওগো মা ভবানী]-৩