কারে দিব দোষ নাহি পরের দোষ | Kare Dibe Dosh Nahi Porer Dosh | Key Lyrics

কারে দিব দোষ নাহি পরের দোষ
Kare Dibe Dosh Nahi Porer Dosh
Key Lyrics
ফকির লালন সাঁই

কারে দিব দোষ নাহি পরের দোষ

কারে দিব দোষ নাহি পরের দোষ
মনের দোষে আমি পড়লাম রে ফেরে ।
আমার মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত
লয়ে যেত আমায় বিরজা পারে ।।
মনের গুণে কেহ হল মহাজন
বেপার করে পেল অমূল্য রতন
আমারে ডুবালি অবোধ মন
এখন পারের সম্বল কিছুই না পেলাম করে ।।
অন্তিম কালের কালে কি না জানি হয়
একদিন ভাবলে না অবোধ মনুরায়
ভেবেছ দিন এমনি বুঝি যায়
সকল জানা যাবে যেদিন শমনে ধরে ।।
কামে চিত্ত হত মন রে আমার
সুধা ত্যেজে গরল খায় সে বেশুমার
সিরাজ সাঁই কয় লালন রে তোমার
বুঝি ভগ্নদশা ভাই ঘটল আখেরে ।।

 

Kare Dibe Dosh Nahi Porer Dosh

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *