Basanta Bohilo Shokhi Lyrics | বসন্ত বহিল সখী লিরিক্স | Pousali Banerjee | Bengali Folk Song

Song : Basanta Bohilo
Artist : Pousali Banerjee
Music arrangement : Pankaj Babai 
Flute : Partha sarathi das 
Guitars : Chhandan Basu
Keyboard : Biki dutta 
Additional Rhythm Programming and Music Design : Pankaj Babai
Mix-mastering : Tarun das 
Studio : Violina

বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে (২)

এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে। (২)

বাঁশের ও বাঁশরী সখি, সরল কাঠের বাঁশি রে, (২)

বিনা ফুঁকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে। (২)

ভাদর মাসে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে (২)

আইলো রে করমা পরব, কার সঙ্গে লাচিব রে। (২)

কার সঙ্গে লাচিব সখি, শাড়ী শাঁখা নাই রে

আইলো রে করমা পরব, কার সঙ্গে লাচিব রে।

আশ্বিন মাসে দুগ্গা পূজা, সবাই পিন্ধে নতুন ঘ (২)

এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিলো গো। (২)

পুষ মাসে পুষ পরব নতুন খাতে হবে গ (২)

ফাগুন মাসে চিমড় ফুল, বাতাসেতে উড়ে গো। (২)

কার সঙ্গে নাচিব বলো, বধূ আমার নাই রে (২)

কত পরব ভাড়াইন গেলো, কার সঙ্গে নাচিব রে। (২)

বসন্ত বহিলো সখি, কোকিলা ডাকিলো রে (২)

এমন সময় প্রিয় সখা, বিদেশে রহিল রে। (২)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *