উড়িয়ে দাও দুপুর তোমার ___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ – কবিতা

উড়িয়ে দাও দুপুর তোমার
___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
মেলার মধ্যে একটুখানি খোলামেলা-
একটুখানি কেন ?
খোলামেলা একটুখানি কেন ?
খুলতে পারো হৃদয় তোমার সমস্তটুক,
দেবদারু চুল খুলতে পারো
ভুরুর পাশে কাটা দাগের সবুজ স্মৃতি
স্বপ্ন এবং আগামীকাল এবং তোমার
সবচে’ গোপন লজ্জাটিও খুলতে পারো।
উড়িয়ে দিতে পারো তোমার স্মৃতির ফসিল-
উড়িয়ে দাও দুপুর তোমার শিমুল তুলো,
মেঘের খোঁপায় মুখর বিকেল উড়িয়ে দাও,
উড়িয়ে দাও ব্রীজের নিচের স্বচ্ছ জলে
স্বপ্ন লেখা সবুজ কাগজ।
এ বৈশাখে হাত মেলে চাও ঝড়ের ঝাপটা,
ভেজা মাটির গন্ধে ফেলে পায়ের আঙুল
এ বৈশাখে হাত মেলে চাও জীবন বদল।
উড়িয়ে দাও দুপুর তোমার ___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ - কবিতা

Check Also

আমি হয়তো মানুষ নই | Ami Hoyto Manush Noy | নির্মলেন্দু গুণ

আমি হয়তো মানুষ নই নির্মলেন্দু গুণ আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *