Bole Dao Matir Prithibi Kotha Shanti Amar Lyrics | বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে

Bole Dao Matir Prithibi Kotha Shanti Amar Lyrics
বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে
Bole Dao Matir Prithibi Kotha Shanti Amar
হাম দার্দ কে মারোঁ কা ইতনা হী ফ়সানা হ্যায়
हम दर्द के मारों का इतना ही फ़साना है
Hum Dard Ke Mare Ka Itna Hi
ছায়াছবি: দাগ (হিন্দী) ১৯৫২
গীতিকার: হসরত জয়পুরী
সুরকার: শংকর জয়কিষাণ
শিল্পী: তালাত মাহমুদ
ছায়াছবি: কে তুমি (১৯৭৩)
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: কাজল রশীদ
শিল্পী: খান আরিফুর রহমান
Bole Dao Matir Prithibi Kotha Shanti Amar Lyrics
মাটির পৃথিবী তুমিই বলো
আমার কী অপরাধ?
নেই কি আমার,তোমার বুকে
কোনো আশা কোনো সাধ
বলে দাও মাটির পৃথিবী
কোথা শান্তি আমার জীবনে?
কতদিন এমন করে
আমি জ্বলব দুঃখের দহনে
বলে দাও মাটির পৃথিবী
কোথা শান্তি আমার জীবনে?
[আলো ঝলমল বাসর আমার
ভরিয়ে দিলো ব্যথা নিরাশার]-২
ভরিয়ে দিলো নিরাশায়
মধু স্বপ্ন ভেঙ্গে গেলো
কেন অশ্রু আমার নয়নে?
বলে দাও মাটির পৃথিবী
কোথা শান্তি আমার জীবনে?
[কত ছন্দে গানে দুটি মন]-২
[দেখেছিনু মিলনও স্বপন]-২
[কেন আমার সেই হাসি গান
কান্না হয়ে ভাসায় এ প্রাণ]-২
কান্না হয়ে ভাসায় প্রাণ
কেন ছন্দ থেমে গেলো
কেন দ্বন্দ্ব আমার ভুবনে
বলে দাও মাটির পৃথিবী
কোথা শান্তি আমার জীবনে?
কতদিন এমন করে
[আমি জ্বলবো দুঃখের দহনে]-৪
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *