Shada | সাদা | Minar | Tahsan | Danpite | তুমি চাইলে বৃষ্টি | Tumi Chayle Brishti

Shada | সাদা |
Minar | Tahsan | Danpite
তুমি চাইলে বৃষ্টি | Tumi Chayle Brishti
তুমি চাইলে বৃষ্টি
মেঘ ও ছিল রাজি
অপেক্ষা শুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে
দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান
সাদা রঙের স্বপ্ন গুলো দিলনা কও ছুটি
তাই তো আমি বসে একা
ঘাস ফুলেদের সাথে আমি একা কথা বলি
ঘাস ফুল গুলো আজ ছন্ন ছাড়া
তুমি চাইলে জোছনা স্বপ্নিল কোন এক রাতে
আকাশটা ঘিরে পার্থনা
চাঁদ টা বলবে হেঁসে জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা
সাদা রঙের স্বপ্ন গুলো দিলনা কও ছুটি
তাই তো আমি বসে একা
ঘাস ফুলেদের সাথে আমি একা কথা বলি
ঘাস ফুল গুলো আজ ছন্ন ছাড়া

Check Also

Boro Obelay Pelam Tomay Lyrics | বড় অবেলায় পেলাম তোমায় by Tahsan

Boro Obelay Pelam Tomay Lyrics বড় অবেলায় পেলাম তোমায় Tahsan Boro Obelay Pelam Tomay Lyrics …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *