আমি দেখিনু গৌরাঙ্গ চান্দে
Ami Dekhinu Gourango Chande Lyrics
গৌর কীর্তন
গৌর কীর্তন
কথা-জ্ঞানদাস
গায়ক-হিমাংশু গোস্বামী
আমি দেখিনু গৌরাঙ্গ চান্দে
আমি দেখিনু গৌরাঙ্গ চান্দে।।
ও রুপ দেখিয়া আকুলি-বিকুলি।।
পরিলাম পিরিতি ফান্দে।।
গৌর যদি হত কালো গো সখি
গৌর যদি হত কালো
অঞ্জন করিয়া নয়নে পরিতাম।।
কত দেখিতাম ভালো
গৌর যদি কালো।
গৌর যদি হত মতি গো সখি
গৌর যদি হত মতি
যতন করিয়া গলায় পরিতাম।।
শোভা যে হইত অতি
গৌর যদি হত মতি।
গৌর যদি হত পাখি গো সখি
গৌর যদি হত পাখি
যতন করিয়া পালন করিতাম।।
হৃদ পিঞ্জিরায় রাখি
গৌর যদি হত পাখি।
আমার গৌর যদি হত মধু গো সখি
গৌর যদি হত মধু
জ্ঞানদাসে কয়।।
আস্বাদ করিয়া আ আ
জ্ঞানদাসে কয়
আস্বাদ করিয়া
ভুলিত কূলের বধু
গৌর যদি হত মধু।
গৌর যদি হত মধু গো সখি
গৌর যদি হত মধু।
জ্ঞানদাসে কয়,
আস্বাদ করিয়া।।
মজিত কূলের বধু।।
আমার গৌর যদি হত মধু গো সখি,
গৌর যদি হত মধু।।