লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পেছনে তাকায়

লাল শাড়ি লাল টিপ
শিল্পী-মোঃ আজিজ

লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়,
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।।
চোখে চোখে ইশারাতে কি যে বলে যায়
সাদাসিধে ভালো ছেলে বুঝি নাতো হায়
লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়,
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।।

যেদিন প্রথম তাকে দেখেছি,
সেদিনই তো মন দিয়ে দিয়েছি।।
বলার মত এখনও পাইনি সময়
আমি ভালোবাসি তোমায়।
এ লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।
লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।

শ্যামবাজারে বা বেহালায়,
কখনো হয়েছে দেখা গড়িয়ায়।।
তবুও তাকে বলতে পেয়েছি যে ভয়
আমি ভালোবাসি তোমায়।
এ লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।
লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।

অবশেষে মুখোমুখি হয়েছি,
মনের কথা খুলে বলেছি।।
চমকে দিয়ে সে হেসে বলল আমায়
আমি ভালোবাসি তোমায়।
এ লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।
লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।
চোখে চোখে ইশারাতে কি যে বলে যায়
সাদাসিধে ভালো ছেলে বুঝি নাতো হায়
লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়,
যেতে যেতে বারে বারে পেছনে তাকায়।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *