দীঘির পারে বন্ধুর বাড়ি লিরিক্স | Dighir Pare Bondhur Bari Lyrics | ফজলুর রহমান বাবু

শিরোনাম: দীঘির পারে বন্ধুর বাড়ি
Dighir Pare Bondhur Bari Lyrics
শিল্পী: ফজলুর রহমান বাবু
গীতিকার: আশফাক আলী সায়েদ
সুরকার: বিনোদ রায়
দীঘির পারে বন্ধুর বাড়ি
পরে চিকন সাদা শাড়ি
নাইতো দীঘির জলে,
আমি নয়ন ভরে দেখিতাম
দূরে থেকে ডাকিতাম
সাদা পরী বলে ডাকতাম
আহা সাদা পরী বলে।।
পরীর হাতের কোমল ছোয়ায়
দীঘির পানি নাচত,
পরীর একটু ভালোবাসায়
হৃদয় আমার নাচতো,
পরীর রুপের কিরণ লেগে
ঘুমন্ত ফুল উঠত জেগে
আসতো ঢেউয়ের কূলে
পরী আমার নামত দীঘির জলে ও…।।
পরী আমার পাখির মতো পেল বুঝি ডানা
আমি তারে খুজে বেড়াই পাইনারে ঠিকানা,
পরী আমার নাই বলে ফুটেনা ফুল
দীঘির জলে কোন কৌতুহলে,
পরী আমার নামত দীঘির জলে ও….।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *