তোর আঁচলে মমতারই ছায়া

তোর আঁচলে মমতারই ছায়া
Tor Aanchale Mamotari Chhaya
तेरे आँचल में ममता की छैया
Tere Aanchal Mein Mamta Ki Chhaiya
ফিল্ম: শত্রু (হিন্দী) ১৯৮৬
ছায়াছবি: বিরোধ (১৯৯৪)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: রাহুল দেব বর্মন
শিল্পী: সাবিনা ইয়াসমিন

আ আ আ আ
[তোর আঁচলে মমতারই ছায়া
চোখে সজল ঐ মেঘ কাজল মায়া]-২
যে তোর প্রাণের দুলাল
যেন বাঁচে কোটি সাল।
কই সে সোনা হায়রে
তোর অাঁচলে তোর অাঁচলে মমতারই ছায়া
চোখে সজল ঐ মেঘ কাজল মায়া।

[মা গেছে স্বর্গে আমার বাবা যে নেই
এত দুঃখ বলো গো পায় তার ছেলে]-২
যখন বাবার খোঁজে যাই
দেখি ফটকই সে পাই
জেলে ঢোকা বাইরে
তোর অাঁচলে তোর অাঁচলে মমতারই ছায়া
চোখে সজল ঐ মেঘ কাজল মায়া।

[দুধের কেমন স্বাদ গেছি ভুলে
কেউ বাসি ভাতও মুখে আমার দেয়না তুলে]-২
আমি টিকেট বিনা খাম
আমার নেইতো কোনো দাম।
কে আর আমায় চায় রে
তোর অাঁচলে তোর অাঁচলে মমতারই ছায়া
চোখে সজল ঐ মেঘ কাজল মায়া।

[ইচ্ছে করে তোর কোলে মা ঝাঁপিয়ে পড়ি
তোর স্নেহের সুধায় আমার জীবন ভরি]-২
যেন দেখে তোর ঐ মুখ শান্তি সুখে বুক
শীতল হয়ে যায় রে
তোর অাঁচলে তোর অাঁচলে মমতারই ছায়া
চোখে সজল ঐ মেঘ কাজল মায়া।
যে তোর প্রাণের দুলাল
যেন বাঁচে কোটি সাল।
কই সে সোনা হায়রে
তোর অাঁচলে মমতারই।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *