বড় একা লাগে – Baro Eka Laage

বড় একা লাগে
Baro Eka Laage
ছায়াছবি: চৌরঙ্গী(১৯৬৮)
কথা: মিল্টু ঘোষ
সঙ্গীত: অসীমা ভট্টাচার্য্য
শিল্পী: মান্না দে

বড় একা লাগে এই আঁধারে
[মেঘের খেলা আজ আকাশ পারে]-২
[বড় একা লাগে এই আঁধারে]-২
মেঘের খেলা আজ আকাশ পারে।

[সারাটি দিনের কাজে
কি জানি কি ভেবে আমি]-২
কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে
[কে যে বলে দেবে এই আমাকে]-২
মেঘের খেলা আজ আকাশ পারে।

[এইতো ভালো ভাবি একা ভুলে থাকা]-২
থাকনা পড়ে পিছে এই পিছু ডাকা
[চেনা অচেনাতে যাক না মিশে]-২
মেঘের খেলা আজ আকাশ পারে
বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পারে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *