কাইন্দ না কাইন্দ না গো রাই | Kaindo Na Kaindo Na Go Rai | Folk Song

Artist:-  Madol/Madol Folk Band (Dr. Rita Saha, Rishika Mandal, Trisha Majumder, Shreya Naskar, Dattatriya Ghoshal, Pampa Mistry)
Music Direction:- Dr.Tapan Roy.
Music Arrengment:- Roket Mondal.
Musicians:- prabir Chatterjee,  Nilotpal Chakraborty, Soumyajyoti Ghosh, deborshi Mukherjee, Soumen Das & Roket Mondal.
Chorus Vocal Symphony:- Aruna Naskar, Debalina Sinha Roy, Anwesha Ganguly, Arpita Dey, Mousumi Ganguly & Sheuli Biswas.
Recordist:- Gautam Debnath (Studio Kusum).


কাইন্দ না কাইন্দ না গো রাই
কাইন্দ না কাইন্দ না গো রাই
ধৈর্য ধরো অন্তরায়
তুমি ধৈর্য ধরো অন্তরায়
শ্যাম আনিতে যাবো মথুরায়
আমি শ্যাম আনিতে যাবো মথুরায় (২)

ধৈর্য ধরো রাই কিশোরী
ছেড়ে গেছে বংশীধারী
কার কুঞ্জে তে সুখে দিন কাটায় (২)
আমি পাইলে শ্যাম কে জিজ্ঞাসিব গো
আমি পাইলে শ্যাম কে জিজ্ঞাসিব
ভুলে রইলা কার কথায়
তুমি ভুলে রইলা কার কথায়
শ্যাম আনিতে যাবো মথুরায়
আমরা শ্যাম আনিতে যাবো মথুরায়

মদনমোহন বংশীবাদন
অন্তর করিলো হরণ
কেন তার এই লীলার বিদায় (২)
ওরে কুব্জানারী শ্যামকে পাইয়া গো
ওরে কুব্জানারী শ্যামকে পাইয়া
ভুলাইলো কোন ছলনায়
তারে ভুলাইলো ছলনায়
শ্যাম আনিতে যাবো মথুরায়
আমরা শ্যাম আনিতে যাবো মথুরায়

প্রেম পত্র যাবো লইয়া
বলবো শ্যাম কে বুঝাইয়া
রাধারাণীর কি হইবো উপায় (২)
ওরে দূরবীন সাঁই কয় ভাবে বুঝি গো
ওরে দূরবীন সাঁই কয় ভাবে বুঝি
আসবে তোমার শ্যামরায়
আরে আসবে তোমার শ্যামরায়
শ্যাম আনিতে যাবো মথুরায়
আমরা শ্যাম আনিতে যাবো মথুরায়।

কাইন্দ না কাইন্দ না গো রাই
কাইন্দ না কাইন্দ না গো রাই
ধৈর্য ধরো অন্তরায়
তুমি ধৈর্য ধরো অন্তরায়
শ্যাম আনিতে যাবো মথুরায়
আমি শ্যাম আনিতে যাবো মথুরায় (২)

 শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাওয়ার পর শ্রীরাধিকার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তখন শ্রীরাধিকার কষ্ট দূর করতে তাঁর সখীগণ এই বলে সান্ত্বনা দিত যে, তাঁরা সকলে মিলে মথুরা যাবেন শ্রীকৃষ্ণকে ফরিয়ে আনতে, সেই কথাই বর্ণিত হয়েছে এই গানে। 
After Shree Krishna’s departure from Vrindavan to Mathura, a stark loneliness descended into the life of Shree Radhika.  “Kaindo Na Kaindo Na” captures her misery in the voice of Madol. 
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *