সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা – Sona Bondhu Tui Amare Korli Diwana

 সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা

Sona Bondhu Tui Amare Korli Diwana

চাটগাইয়া আঞ্চলিক গান

কথা ও সুর: আবদুল গফুর হালী

শিল্পী: শেফালী ঘোষ

সোনা বন্ধু তুই আমারে

করলি দিওয়ানা

মনে তো মানে না,

দিলে তো বুঝে না।।

সোনা বন্ধুর মুখের হাসি,

যেন পূর্ণিমা শশী।।

হাসিতে হইলাম পাগল।।

ঘরে থাকতে দিলানা।

মনে তো মানে না,

দিলে তো বুঝে না।।

সোনা বন্ধু তুই আমারে

করলি দিওয়ানা

মনে তো মানে না,

দিলে তো বুঝে না।।

সোনা বন্ধুর এমনি গুন,

জল দিলে নিভেনা আগুন।।

কি দিয়ে নিভাবো আগুন।।

আমায় একটু বলোনা।

মনে তো মানে না,

দিলে তো বুঝে না।।

সোনা বন্ধু তুই আমারে

করলি দিওয়ানা

মনে তো মানে না,

দিলে তো বুঝে না।।

সোনা বন্ধুর প্রেমের তরী,

চালাই তারে কেমন করি।।

পাল তুলিয়া বইসা রইলাম,

মাঝির দেখা পাইলাম না।।

মনে তো মানেনা,

দিলে তো বুঝে না।।

সোনা বন্ধু তুই আমারে,

করলি দিওয়ানা,

মনে তো মানেনা,

দিলে তো বুঝে না।।

মনে তো মানেনা,

দিলে তো বুঝে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *