লিখেছো আর না আসিতে – Likhecho Ar Na Ashite

 লিখেছো আর না আসিতে

Likhecho Ar Na Ashite

কথা,সুর ও শিল্পী: আপেল মাহমুদ

[লিখেছো আর না আসিতে

রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে]-২

হৃদয় বীণার তার ছিঁড়ে যায়

তোমায় ছেড়ে চলে যেতে,ভাবিতে ভাবিতে

লিখেছো আর না আসিতে

রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে।

[তোমার পত্র লেখা যতবার পড়েছি

মনের অজান্তে আঁখি জলে ভেসেছি]-২

তবু চলে যেতে হবে দু’চোখ যেদিক যায়

ফিরে আর আসবো না

তোমার পথের কাঁটা হতে।

লিখেছো আর না আসিতে 

রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে।

হায়রে কপাল মোর

ভালোবেসে হলে অপরাধী

আবার হলাম একা

[হারালো আমার দু’দিনের সাথী]-২

[নিরালায় বসে আমি কাঁদি]-২

[জানি ভুল ভাঙবে ওগো গরবিনী

সেদিন পাবে না খুঁজে দিন রজনী]-২

আজ লোকে বলে শুধু কলঙ্কিনী আমি

সেদিন কেউ আসবে না

দু’হাতে তোমায় তুলে নিতে

লিখেছো আর না আসিতে 

রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে

হৃদয় বীণার তার ছিঁড়ে যায়

তোমায় ছেড়ে চলে যেতে ভাবিতে ভাবিতে

লিখেছো আর না আসিতে

রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *