মেঘ দেখে মনে পড়ে সেদিনের ভোর – Megh Dekhe Mone Pore Se Diner Bhor

 মেঘ দেখে মনে পড়ে সেদিনের ভোর

Megh Dekhe Mone Pore Se Diner Bhor
কথা: ঋতুপর্ণ ঘোষ ও প্রিয় চ্যাটার্জী
সুর: অঞ্জন চ্যাটার্জী
শিল্পী: কুমার শানু
[মেঘ দেখে মনে পড়ে সেদিনের ভোর]-২
রোদ এসে পড়েছিলো তোমারই ওপর
মেঘ দেখে মনে পড়ে সেদিনের ভোর।
[ছেঁড়া ছেঁড়া মেঘ লাল রোদের আবিরে,
মেঘ বেয়ে ভেসে এলে কখন হৃদয় তীরে]-২
তখন ভেবেছি রাত হলো বুঝি ভোর
মেঘ দেখে মনে পড়ে সেদিনের ভোর।
[ভোরের আকাশে চাঁদ ফিকে হয়ে আসে,
ঘুমভাঙা তারাগুলি যেন তার চারপাশে]-২
সেই ভোর ছেঁয়ে আছে এ জীবন ভোর
[মেঘ দেখে মনে পড়ে সেদিনের ভোর]-২
রোদ এসে পড়েছিলো তোমারই ওপর
মেঘ দেখে মনে পড়ে সেদিনের ভোর।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *